The Power
লেখকঃ- Amran Hossain
পর্বঃ-১৯
নিয়ন এবং বাকিরা সবাই স্নো কিংয়ের এলাকায় প্রবেশ করেছে। যদিও ডার্ক ফরেষ্টে কোনো বিস্ট তাঁদের আক্রমণ করে নিই কিন্তু এই স্নো কিংয়ের এলাকাই যতেষ্ট ছিলো তাঁদের বিপদে ফেলার জন্য। কোন জায়গায় বরষের শক্ত আস্তরণ রয়েছে তা সঠিক করে বলা যায় না আবার তাঁর মধ্যে প্রচুর হাঁড় হিম করা ঠান্ডা। একজন সাধারন মানুষ এখানে কোনো ভাবেই থাকতে পারবে না। এখানে রয়েছে সব চেয়ে ভয়ংকর বিস্ট অ্যান্ডারসন। এই বিস্ট গুলো এখানেই জন্ম গ্রহন আর তাঁদের জীবনের শেষ সময় পর্যন্ত স্রো কিংয়ের এলাকা জুড়ে ঘুরে বেড়ায়। বিস্ট গুলোর আয়ুকাল হচ্ছে মাএ পাঁচ দিন, জন্মের পরেই এরা অস্বাভাবিক ভাবে বড় হতে শুরু করে আর হিংস্র হয়ে উঠে। এরা দেখতে অনেকটা ভাল্লুকের মতো কিন্তু তাঁদের ঘাড়ে অনেক গুলো বড় বড় কাঁটা থাকে যার শেষ হয় তাঁদের লেজে গিয়ে। বিস্ট গুলোর স্বাভাবিক উচ্চতা হচ্ছে ৭ ফিট কিন্তু কিছু কিছু বিস্ট ১০ ফুটের চেয়েও বড় হয়ে থাকে। ৭ ফুটের অধিক উচ্চতা লাভ করলে ওদের মিউটেশন বিস্ট বলা হয় থাকে। আর মিউটেশন হলো কোনো প্রানির সবচেয়ে ইভোল্প রুপ। ওদের সেই বিস্ট গুলোর রাজা বলা হয়, এক জন রাজা প্রায় ১০ দিন বেঁচে থাকতে পারে যদি স্বাভাবিক ভাবে থাকে তাহণে। কিছু কিছু বিস্ট সাদা রংয়ের আর অন্য গুলো হয় কিছুটা সাদা আর কালো মিশ্রিত।
নিয়নের এখন যেখানে অবস্হান করছিলো সেই জায়গাটির নাম ছিলো মধ্যমা। দুই ফরেষ্টের মাঝে মধ্যবর্তি স্হান কে সাধারনত মধ্যমা বলা হয় থাকে। যতোদূর চোখ যায় শুধু বরফ আর বরফ, ডার্ক ফরেষ্ট আর স্রো কিংয়ের এলাকাকে দুই দিকে ভাগ করেছে একটি নদী। এই নদী পার হতে পারলেই স্নো কিংয়ের এলাকায় প্রবেশ করবে তাঁরা। পুরোটা নদীটার পানি ঠান্ডা হয়ে বরফে জমাট বেঁধে আছে যার ফলে সঠিক করে বুঝা যাবে না ঠিক কোন জায়গায় বরফের পাতলা আস্তর আর কোন জায়গায় শক্ত আস্তরণ রয়েছে।
>- আমাদের সবাইকে সাবধান হতে হবে, এখানে এটি ভুল পদক্ষেপ করলেই আমরা বরফের মাঝে আটকে যাবো। এখানে একবার আটকে গেলে আর বেঁচে ফিরতে হবে না,,,, ( নিয়ন )
নিয়ন একটি মায়াবি রশ্মি তৈরি করেছে যা তাঁদের চারজনকে এক সাথে বেঁধে দিয়েছে। যার ফলে একজনের বিপদ হলে অন্যজন উদ্ধার করতে পারবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, নিয়ন চাচ্ছিলো রাত নামার আগেই স্নো কিংয়ের এলাকার মাঝ বরাবর প্রবেশ করতে কিন্তু দ্বীপকের জন্য অপেক্ষা করতে গিয়ে তাঁদের দেরী হয়ে গিয়েছে।
আমাদের সিন পরিবর্তন করলে আমরা দ্বীপককে দেখতে পাই যে কিনা একটি বড় গাছেন পিছনে লুকিয়ে আছে। তখনই একটি বিস্ট এসে গাছটিতে আচর দেয় যার ফলে গাছটি দুই ভাগ হয়ে পড়ে যায়। দ্বীপকে আচরটি থেকে বেঁচে যায় লাফ দেওয়ার ফলে কিন্তু বিস্টটি দ্বীপক দেখে ফেলে আর তাঁর দিকে দৌড়ে আসতে শুরু করে। এনার্জি ব্লাষ্ট,দ্বীপক একটি স্পেল ব্যবহার করেছে যার নাম ছিলো এনার্জি ব্লাষ্ট। এই স্পেলটি প্রচন্ড শক্তিতে একটি ব্লাষ্ট ঘটাতে পারে যা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যতেষ্ট। দ্বীপক তাঁর এনার্জিকে হাতে প্রোকাস করে আরো একটি স্পেল পড়ে ওয়ান পান্স স্টাইক। দ্বীপক পিছনে ঘুড়ে তাঁকিয়ে তাঁর ডান হাত দিয়ে বায়ুতে একটি পান্স মারে,দ্বীপকের হাতে জমা হওয়া এনার্জি গুলো একটি অনেক বড় হাতের আকার ধারন করে অনেক স্পিডে বিস্টের বুকে আঘাত করে আর সাথে সাথে বিস্টের শরীরের মধ্য দিয়ে ডুকে হাতটি বেরিয়ে এসে গায়েব হয় যায়। মূলত এই পান্সটির ফলে সৃষ্ট হওয়া ক্ষত বাহিরে থেকে উপলব্ধি করা যায় না কিন্তু এটি ইটার্নাল ড্যামেজ তৈরি করে যা ভিতর থেকে ধংস করে দেয়।
>- মনে হচ্ছে আজ রাত এখানেই থাকতে হবে, সমস্যা নেই আজকে মনের ইচ্ছে পূরণ হবে।,,,,, ( দ্বীপক ভাবছে )
দ্বীপক বিস্টের দিকে এগিয়ে যায় বিস্টের মাংস নেওয়ার জন্য, সে মনে মনে ভাবছিলো বিস্টের মাংস ফ্রাই করলে কেমন লাগবে। বিস্টটি ছিলো একটি গরিলা অবশ্য এখানে কি বলে তা দ্বীপক জানে না কিন্তু গরিলার মাংস খেতে কেমন তা টেষ্ট করার জন্য দ্বীপক বিস্টের দিকে এগোচ্ছে।
আমাদের সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখতে পাই সব চেয়ে সামনে এগিয়ে থাকা দুজন ছেলে মেয়েকে যারা একটি সাদা ভাল্লুকের সাথে ফাইট নিয়ে ব্যাস্ত ছিলো,,
>- তোমার ফায়ার এট্রিবিউট ব্যবহার করো, এই বিস্ট গুলোকে মারার একমাএ উপায় হচ্ছে ফায়ার।
সে কথা বলছিলো তখন অন্য একটি বিস্ট এসে তাকে পিছন থেকে এাটি পান্স মারে যার ফলে সে অনেকটা দূরে গিয়ে পড়ে। এখন এখানে দুটি বিস্ট একএে হয়েছে। প্রথমটি যদিও পাঁচফুটের ছিলো কিন্তু সেটিন ডিফেন্স অনেক বেশি ছিলো কিন্তু এখন এখানে ৭ ফুটের অধিক লম্বা একটি বিস্ট উপরিস্থিত হয়ে যে আরো বেশি শক্তিশালী। সেখানে থাকা মেয়েটি গিয়ে ছেলেটির হাত ধরে উঠে দাঁড় করালো,,,
>- আমি শুধু ফায়ার দিয়ে তাঁদের হারাতে পারবো না আমার অন্য একটি এট্রিবিউটের সাহায্য দরকার তোমার তো ওয়াটার এট্রিবিউট। আমরা এট্রিবিউট কম্বাইন্ড স্পেল ব্যবহার করবো যার ফলে অন্য একটি ফায়ার এনার্জির সৃষ্টি হবে যা আরো বেশি শক্তিশালী।
মেয়েটি একনাগাড়ে সব কথা গুলো বলে দিলো, ছেলে আর দেরী না করে মেয়েটির হাত কে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরলো যাতে সহজে ছুটতে না পারে। দুইজনেই একি সাথে কম্বাইন্ড স্পেল পড়তে লাগলো, ছেলেটির শরীর থেকে ওয়াটার এনার্জি বের হতে শুরু করলো, ওয়াটার এনার্জি সাধারনত নীল রংয়ের হয় এবং মেয়েটির শরীর থেকে লাল রংয়ের এনার্জি বের হতে শুরু করলো যা গিয়ে ছেলেটির শরীরে প্রবেশ করতে লাগলো। তাঁদের দুইজনকে ঘিরে একটি ছোট ব্যারিয়ার তৈরি হয়েছে যার পলে বিস্ট গুলো আসতে পারছিলো না তাঁদের কাছে। মেয়েটি কিছুক্ষন পরেই সেখানে পরে যায় কিন্তু ছেলেটি চোখ বন্ধ করে ছিলো,ছেলেটির শরীর থেকে নীল রংয়ের আগুন বের হওয়া শুরু করে। চোখ দুটো পুরো নীল রং ধারন করেছে আর চোখে আগুন জ্বলছিলো যা নিল রংয়ের ছিলো। ছেলেটি হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায় আর ছোট বিস্টের সামনে চলে আসে, বিস্টটি হঠাৎ থাকে দেখে কিছু করার আগেই ছেলেটে বিস্টের বুকের বাম পাশে পান্স মেরে বসে। আর বিস্টটি বুকের মধ্যে হাত ডুকে যায় ছেলেটির। তখন বড় বিস্টটি আক্রমণ করতে আসলে ছেলেটি বিস্টটের গলা চেপে ধরে বাম হাত দিয়ে আর ডান হাত দিয়ে একের পর এক ঘুষি মারতে থাকে বিস্টের মুখে,,,
আমাদের সিন আবার পরিবর্তন হয়ে দ্বীপকের কাছে চলে আসে যে কিছু একটা ভাবছে আকাশের দিকে তাঁকিয়ে, সে ধীরে ধীরে হেঁটে আসছিলো ডার্ক ফরেষ্টের মাঝ দিয়ে।
>- এনার্জি ডিটেকশন স্পেলটি ব্যবহার করার ফলে বুঝতে পারছি ডার্ক ফরেষ্ট কোনো ভাবেই থাকার জায়গা নয়, বর্তমানে আশে পাশে কোনো বিস্ট নেই তাই ধীরে ধীরে যাই এতে এনার্জি কিছুটা সেভ হবে। গরিলার মাংস এতোটাই বাজে যদি আজ টেস্ট না করতাম তাহলে বুঝতামই না,,,,, ( দ্বীপক ভাবছে )
দ্বীপক মূলত এনার্জি ডিটেকশন স্পেলটি ব্যবহার করেছে যা অনেক দূর থেকে শক্তি স্বাক্ষর সনাক্ত করার ক্ষমতা। আশে পাশে যদি কোনো বিস্ট থেকে থাকে তবে তাঁর এনার্জি এই স্পেল তা শনাক্ত করতে পারবে, এখন তাঁর আশে পাশে কোনো বিস্ট ছিলো না যার ফলে সে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে সামনের দিকে,,,,,,
,,,,,,,,
,,,,
,,
,
To Be Continued