The Power
লেখকঃ- Amran Hossain
পর্বঃ-১৮
নিয়ন,ঐশী, মাইশা এবং আকাশ তাঁরা চারজন এক সাথে ডার্ক ফরেষ্টে প্রবেশ করেছে কিছুক্ষন আগে, দ্বীপকের আসতে দেরী হচ্ছে দেখে নিয়ন ফরেষ্টে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় যার ফলে তাঁরা আর দ্বীপকের অপেক্ষা না করে ফরেষ্টে প্রবেশ করে। দ্বীপক ডার্ক ফরেষ্টে সামনে আসার পরে সেখানে একজন কেও খুঁজে পায় নিই।
>- আকাশ তো বলে ছিলো এখানেই আমার জন্য অপেক্ষা করবে কিন্তু তাঁরা সবাই কি ডার্ক ফরেষ্টে প্রবেশ করে ফেলেছে?,,,, ( দ্বীপক ভাবছে )
দ্বীপক এখন সবার শেষে রয়েছে,তাছাড়াও আহিল ফরেষ্ট পার করতে গিয়ে দ্বীপক তাঁর এনার্জি অনেকটাই শেষ করে ফেলেছে। এখন যদি সামান্য এনার্জি নিয়ে ডার্ক ফরেষ্টে প্রবেশ করে সে তবে সেটা হবে নিজের জীবন নিয়ে খেলা। সেখানে তাঁর এনার্জি শেষ হয়ে গেলে তাঁর সেকেন্ডারী কোরের এনার্জি সে ব্যবহার করতে পারবে কিন্তু তা করলে তাঁর প্রাইমারি কোর ক্ষতি গ্রস্হ হবে। স্যার জ্যামস দ্বীপককে অনেক গুলো এনার্জি স্টোন দিয়ে ছিলেন। যা দ্বীপক ব্রেসলেইটে রেখে দিয়েছিলো, ব্রেইসলেইট থেকে এখন পাঁচটি এনার্জি সে বের করে সে স্টোন গুলো থেকে এনার্জি অবর্জোব করতে শুরু করে।
এই দিকে আমরা যদি নিয়নদের দিকে খেয়াল করি তবে তাঁরা অনেকটাই সামনে এগিয়ে গেছে এখন তাঁরা প্রায় ফরেষ্টের মাঝামাঝিতে অবস্হান করছে। ডার্ক ফরেষ্টে কোনো আলো প্রবেশ না করায় তাঁদের পথ দেখতে একটু কষ্ট হচ্ছিলো কিন্তু তাঁদের চারজনের মাঝে দুইজনেরই ফায়ার এট্রিবিউট রয়েছে। নিয়ন তাঁর হাতে একটি বড় ফায়ার বল তৈরি করে রেখেছে যা সামনের রাস্তাকে দেখতে সাহায্য করছিলো,আকাশ পিছন থেকে সার্পোট করছিলো। তাঁদের দুইজনের মাঝখানে রয়েছে ঐশী এবং মাইশা,ঐশী ভয় মাইশার হাত শক্ত করে ধরে রেখেছিলো।
>- আচ্ছা আমাদের কি উচিত হয়েছে দ্বীপককে একা সেখানে রেখে আসার? সে এই পথ দিয়ে আসবে কিভাবে একলা?,,, ( মাইশা )
>- সে ঠিকই চলে আসবে তোদের টেনশন করতে হবে না, আমি দ্বীপকের সম্পর্কে এখন অনেক কিছুই জানি,,,( আকাশ )
কারোর মুখে আর কোনো কথা নেই, স্যারেরা এখানে প্রত্যােকটা গাছে এক ধরনের বিশেষ চিহ্ন তৈরি করে দিয়েছেন যার ফলে তা দেখে দেখে সবাই এগুচ্ছে। কেউ একলা যাচ্ছে আবার কেউ টিম তৈরি করে যাচ্ছে যাতে তাঁদের কোনো ক্ষতি না হয়। ডার্ক ফরেষ্টের শেষে দুইজন ব্যাক্তিকে দেখা যাচ্ছিলো, মূলত ডার্ক ফরেষ্টের শেষ থেকেই শুরু হয় স্নো কিংয়ের এলাকা। যতো দূরে চোখ যায় শুধু বরফ আর বরফ, তাঁরা দুইজন সামনে এগিয়ে গেলো।
দ্বীপক তাঁর এনার্জি অবর্জোব করা শেষ হলে ফরেষ্টে প্রবেশ করতে শুরু করে, চারদিকে কোনো আলোর দেখা নেই। দ্বীপক ফায়ার স্পেল জানলেও তাঁর কাছে ফায়ার এট্রিবিউট নেই। কিন্তু এখন এই ডার্ক ফরেষ্ট থেকে বের হতে হলে আলোর দরকার। যেহেতু তাঁর কাছে ফায়ার এট্রিবিউট নেই তাই দ্বীপক ফায়ার স্পেল ব্যবহার করতে পারলেও তা কাজ করবে না। তাই দ্বীপক ভাবতে লাগলো কি করা যায়। তখন তাঁর মাথায় একটি স্পেল আসে যার নাম এনার্জি ম্যানিপুলেশন। এনার্জি ম্যানিপুলেশন হল বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন, নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেট করার ক্ষমতা। এনার্জি ম্যানিপুলেশনের মাধ্যমে দ্বীপক ফায়ার বল তৈরি করতে পারবে তবে তা সবুজ রংয়ের ফায়ার হবে। যেহেতু দ্বীপকের এট্রিবিউট এয়ার আর এই এট্রিবিউটের এনার্জির কালার সবুজ তাই স্বভাব গত ভাবেই স্পেলটির ফলে সৃষ্টি হওয়া ফায়ার বলটি সবুজ হবে।
এখানে স্পেলটিকে দুই ভাবে ব্যবহার করা যেতে পারে, দ্বিতীয়টি হচ্ছে এনার্জি জেনারেশন। এটি তাপ, বল এবং আগুন তৈরি করতে পারে। দ্বীপক দ্বিতীয়টি ব্যবহার করার সিদ্ধান্ত নিলো। প্রথম স্পেলটি ব্যবহার করার জন্য অনেক সময়ের প্রয়োজন যা এখন দ্বীপকের কাছে নেই। দ্বীপক স্পেলটি ব্যবহার করে ফেলেছে।দ্বীপকের ডান হাত থেকে সবুজ রংয়ের এনার্জি বের হয় তা ফায়ারে রুপান্তরিত হয় যায়। প্রায় দশটি ফায়ার বল তৈরি হয়েছে দ্বীপকের আশে পাশে যা তাপ এবং আলো তৈরি করেছে চারপাশে। এখন অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু। ফায়ার বল গুলো দ্বীপকের শরীর থেকে অনবরত এনার্জি ড্রেইন করে যাচ্ছে যার ফলে কাজটা দ্রুত করার জন্য দ্বীপক এবার ব্রেসলেইট থেকে এনার্জি শোষন করতে শুরু করলো।
এনার্জি অবর্জোব করার মাধ্যমে একজন ব্যাক্তি তাঁর কোরকে আবারো এনার্জি দ্বারা পরিপূর্ণ করে দিতে পারে। সবাই এনার্জি অবর্জোব করে থাকে তবে তা আস্তে আস্তে। আর কেউ যদি দ্রুত এনার্জি অবর্জোব করতে চায় তবে সে এনার্জি স্টোনের মাধ্যমে বা অন্য কারোর এনার্জি অবর্জোব করার মাধ্যমে নিজের কোরকে পরিপূর্ন করে থাকে।
>- এখন যেহেতু আমি সেকেন্ডারী কোরের থেকে সাহায্য পাচ্ছি তাই এখানে থাকার কোনো মানেই হয় না,,,, ( দ্বীপক ভাবছে )
দ্বীপক চাচ্ছিলো তাড়াতাড়ি জেনো সব কিছু শেষ হয়ে যায় তাই সে আরো একটি স্পেল ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছিলো কিন্তু সেটাই যে তাঁর সবচেয়ে করা ভুল হতে যাচ্ছে তা তো আর সে জানে না। ফ্লাইট স্পেল,এই স্পেলেন মাধ্যমে এনার্জি ব্যবহার করে উড়তে এবং উচ্ছ্বাসের ক্ষমতা অর্জন করা যায়, যা কিছু সময়ের জন্য। কেউ কেউ আবার এই স্পেল ব্যবহার করে আন্তঃনাক্ষত্রিক ফ্লাইট করতে সক্ষম। এই স্পেলের ফলে ক্রমবর্ধমান দ্রুত, সম্ভবত সাব-লাইট বা হালকা গতি হতে আরও শক্তি যোগ করা হয় থাকে। আলোর গতি হচ্ছে সর্বোচ্চ গতি আর বাতাসের গতি আলোর চেয়ে অনেক কম। দ্বীপকের বর্তমান স্পিড শুধু এই স্পেলের ফলে সামান্য বৃদ্ধি পাবে যা বাতাসের পুরো গতির কাছে কিছুই না।
যাই হোক দ্বীপককে দেখে এখন আর মনে হচ্ছিলো না সে আর নিজের মাঝে আছে, দ্বীপকের শরীরের চারপাশে ডার্ক এনার্জি ঘুরে বেড়াচ্ছে। ব্রেসলেইটি দ্বীপককে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য আশে পাশের ডার্ক এনার্জিকে অবর্জোব করতে শুরু করে যা দ্বীপক প্রথমে খেয়াল করে নিই। ব্রেইসলেইটটি ডার্ক এনার্জিকে ম্যানুপেলেট করে সাধারন মানা এনার্জিতে পরিণত করে প্রাইমারি কোরে স্রাপ্লাই দিচ্ছে কিন্তু ডার্ক এনার্জি এতো সহজের হার মানার লোক নয়। দ্বীপক ফ্লাইট স্পেল ব্যবহার করার ফলে তার চারপাশে আরো বেশি এনার্জি জমা হচ্ছে যা স্পেলটির এফেক্ট তৈরি হওয়ার কারনে হচ্ছে। দ্বীপকের কাছে মনে হচ্ছে তাঁর চারপাশ একদম হালকা হয়ে গেছে, সে জেনো বাতাসের মতোই হালকা। সে তাঁর স্বাভাবিক স্পিডে দৌড়াতে শুরু করলো কিন্তু সে স্বাভাবিক থাকলেও তাঁর আশে পাশের কিছুই স্বাবাভিক ছিলো না। এখানে দ্বীপককে দেখা যাচ্ছিলো না বরং সবাই সবুজ রংয়ের আলো দেখতে পাচ্ছিলো যা একদম সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।এরিনায় বসে থাকা সব স্টুডেন্টদেরই নজর এখন দ্বীপকের উপরে ছিলো।
>- কে এই ছেলে? ছেলেটির স্পিড এতো বেরে গেলো কিভাবে হঠাৎ করে?
>- আমার মনে হয় ছেলেটি কোনো ফরভাইডেন স্পেল ব্যবহার করেছে।
>- ছেলেটির চারপাশের এনার্জি সবুজ কেনো? কোনো এয়ার এট্রিবিউটের কেউ তো এতো তাড়াতাড়ি শক্তিশালী হতে পারে না।
টুনামেন্টের মাঝে বসে থাকা একেক জন একেক রকমের কথা বলছিলো দ্বীপককে নিয়ে। এখানে বসার অনেক গুলো ধাপ রয়েছে, সবাই বিভিন্ন ধাপে বসলেও শুধু একটি ধাপে একটি মেয়ে ছাড়া আর কেউই ছিলো না। মেয়েটির দুটো চোখ অস্বাভাবিক রকমের কালো হয়ে ছিলো, মেয়েটি তাঁর ডান হাত মেলে ধরলো তখন অনেক গুলো ডার্ক এনার্জি এসে মেয়েটির হাতে জমা হতে শুরু করে।
>- ডার্ক এনার্জিকে এয়ার এনার্জিতে রুপান্তরিত করতে পারছে ছেলেটি, ডার্ক এনার্জি কি এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে একটি সাধারন ছেলে ডার্ক এনার্জিকেই পাল্টে দিচ্ছে? কে এই ছেলে? এই ছেলেকে আমার চাই। যে কোনো মূল্যেই হোক না কেনো,,,,,, ( মেয়েটি )
,,,,,,
,,,,
,,
To Be Continued