The Power
লেখকঃ- Amran Hossain
পর্বঃ-১৭
এই বছরই শুরু হতে যাচ্ছে " গ্রেন্ড মাষ্টার টুনামেন্ট " এটি এমন একটি টুনামেন্ট যা একটি একাডেমির রেংক নির্ধারন করে। প্রতিটি একাডেমির জন্যই রেংক অনেক গুরুত্বপূর্ণ জিনিষ। একটি একাডেমির রেংক তাঁর অবস্থান বুঝায়, যে একাডেমির রেংক যতো বেশি সেই একনডেমিতে শিক্ষার্থীর সংখ্যাও বেশি। সব মা-বাবারাই চায় তাঁদের সন্তান ভালো একাডেমিতে পড়াশোনা করুত। এই দিকে যদি আমরা লক্ষ্য করি ড্রাগোনিয়া রাজ্যের ইডেস একাডেমির রেংক এখন ১০০ এর নিচে রয়েছে। প্রতিটি রাজ্যতেই প্রায় ১৫ থেকে ১৬ টি একাডেমি রয়েছে। দ্বীপক বর্তমানে ইডেস একাডেমিতে অধ্যায়নরত অবস্থায় রয়েছে।
একাডেমিতে পনেরো দিন কোনো ক্লাস হবে না, যদিও এখানে স্টুডেন্ট তেমন একটা বেশি না কিন্তু সে হিসেবে একাডেমিটা অনেক বড়। প্রায় সব স্টুডেন্টই এখন এরিনায় অবস্হান করছিলো, আজকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচজনকে সিলেকশন করার জন্য একটি টুনামেন্টের ব্যবস্হা করেছে প্রিন্সিপাল। গত বছরের তুলনায় এই বছর ৫০জন শিক্ষার্থী কমে গেছে। গত বছর ছিলো ৬৭ জন স্টুডেন্ট কিন্তু তা এই বছর এসে দাঁড়িয়েছে ১৭ জনে,এখানে একটা নিয়ম রয়েছে যদি কোনো একাডেমির রেংক ১০০ এর নিচে নেমে যায় তবে তাঁদের এক বছর সুযোগ দেওয়া কিন্তু তবুও যদি তাঁদের রেংক না বাড়ে তবে একাডেমিটাকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা এবার আমাদের গল্পে ফিরা যাক, এরিনার মাঝ বরাবর বড় একটি পিলার তৈরি করা হয়েছে। সেখানে অনেক রেয়ার ম্যাজিক স্টোন ব্যবহার করা হয়েছে। এই ম্যাজিক স্টোন গুলো টুইন হিসেবে তৈরি হয় মানে হলো এই স্টোন গুলো যখন তৈরি হয় তখন সেখানে একসাথে দুইটা স্টোন তৈরি হয়।
এই ম্যাজিক স্টোন গুলোর আরো একটি দিক হলো এই গুলো একটির সাথে একটি কানেক্টেড, একটি স্টোন যদি প্রতিচ্চবি ধারন করতে পারে তবে অন্যটি ঠিক তার উল্টো। এর মানে ধারালো একটি স্টোন প্রতিচ্চবি ধারন করে আর অন্যটি তা আলো আকারে ছেড়ে দেয়। এই আলোকে যখন একটি সাদা পেপারের দিকে নিক্ষেপ করা হয় তখন সেখানে প্রতিচ্চবি তৈরি হতে থাকে, সেই অন্য স্টোনটি যা দেখবে তা এই স্টোনের আলোর মাঝে দেখা যাবে। এই পিলারের মাঝে হাজার হাজার ছোট ছোট স্টোন বসানো রয়েছে যা সেখানে একটি প্রজেকশন তৈরি করেছে। অন্যদিকে বাকি স্টোন গুলো কতগুলো বাজ পাখির সাথে আটকে দেওয়া হয়েছে যা উপর থেকে সব কিছুকে দেখতে সাহায্য করছিলো।
আমরা সিন চেঞ্জ করলে দেখতে পাই দ্বীপককে যে কিনা একটি গাছের নিচে বসে ছিলো, দ্বীপক অনেকটা হাঁপাচ্ছিলো যা তাঁকেই দেখেই বুঝা যাচ্ছিলো।
>- আমি চাই নিই এই টুনামেন্টে অংশ নিতে কিন্তু স্যার জ্যামস আমাকে নিজে বলেছেন অংশ নিতো তাই ওনার কথাকে না করতে পারি নিই। সবাই অনেকটা এগিয়ে গেছে এবার আমাকেও ধীরে ধীরে এগোতে হবে,,,,, ( দ্বীপক ভাবছে )
দ্বীপক এখন আহিল ফরেষ্টের মধ্য ভাগে অবস্থান করছিলো,সবাই অনেক দ্রুত এই ফরেষ্ট ত্যাগ করেছে কিন্তু দ্বীপক প্রথমেই নিজের এনার্জি কোরকে খালি করে দিতে চাচ্ছিলো না। তাঁর এনার্জি কোরের সব এনার্জি শেষ হওয়া মানে তাঁর সেকেন্ডারী কোরের উপর নির্ভর হওয়া। যতোবারই সেকেন্ডারী কোর ব্যবহার করবে ততোবারই তাঁর প্রাইমারি কোর একটু একটু করে ধংস হতে থাকবে।
>- আমি চাচ্ছিলাম না নিজের এনার্জি এখানেই শেষ করতে কিন্তু এখন যদি না ব্যবহার করি তবে গোবলিন গুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যা আমি কখনোই চাই না,,,,( দ্বীপক ভাবছে )
রাইজ অফ উইন্ড স্পিড, এই স্পেল ব্যবহার করার জন্য বাতাসকে নিজের বন্ধু হিসাবে ভাবতে হয়। যারা ভ্যাম্পায়ার স্লেভের মতো আপনি যা বলবেন তা করবে।এমন ভাবে মনোনিবেশ করতে হবে যেন বাতাস আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনার দিকে ফিরে তাকাচ্ছে এবং আদেশের জন্য প্রস্তুত। আপনার হাত মুষ্টি বদ্ধ করুন যেন আপনি একটি মৃত্যুর সাথে খেলছেন। বাতাস অনেক দ্রুত প্রবাহিত হয় এবং আপনার হাতটি উপরের দিকে উল্টে যায়। শেষ ধাপের মতোই করুন, তবে এইবার বাতাসকে ধীরে ধীরে বয়ে যেতে বলুন এবং আপনার হাতকে নীচের দিকে ঝাঁকান। ব্যাস আপনার কাজ হয়ে গেলো,উইন্ড এনার্জি যখন সঠিক ভাবে সারা দেহে ছড়িয়ে যাবে তখন সেখানে একটি সবুজ রংয়ের আর্মারের মতো দেখা যাবে। মূলত এটি তৈরি হয় স্পিড ব্যবহার করার সময় যাতে সঠিক ভাবে শ্বাস প্র-শ্বাস নিতে পারে।
দ্বীপকের চারদিকের বাতাসের চাপ অনেক কমে গেলো,সে এখন অনেক দ্রুতই নিজের শরীরকে নাড়াতে পাড়ছিলো। দ্বীপক তাঁর স্বাভাবিক স্পিডেই দৌড়াতে লাগলো কিন্তু এখন তাঁর স্বাভাবিক স্পিড প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে। স্পেলটি চালু রাখতে অনেক এনার্জির প্রয়োজন যার ফলে দ্বীপক তাঁর স্পিড অনেক বাড়িয়ে সামনে দিকে এগিয়ে যেতে লাগলো।
আমরা অনেক সামনেই দেখতে পাই নীয়ন এবং ঐশীকে যারা সেখানে একটি গাছের নিচে বসে ছিলে। জায়গাটি ছিলো ডার্ক ফরেষ্ট, এই ফরেষ্টে একা যাওয়া মানে নিজের জীবনকে বাজিতে লাগানো। তাই ঐশী এবং নিয়ন আকাশ,মাইশা এবং দ্বীপকের অপেক্ষায় বসেছিলো।
>- এরা কখন পৌছাবে আমরা আর কতোক্ষন বসে থাকবো এখানে,,, ( নিয়ন )
>- ওই যে দেখো মাইশা আর আকাশকে দেখা যাচ্ছে, দ্বীপকও কিছুক্ষনের মাঝেই চলে আসবে,,,( ঐশী )
মাইশা আর আকাশ একের অপরের সাখে এতোক্ষন লড়ে যাচ্ছিলো কে আগে শেষ করতে পারে এই ফরেষ্ট কিন্তু যখন তাঁরা খেয়াল করলো নিয়ন এবং ঐশী সামনে দাঁড়িয়ে রয়েছে তখন তাঁরা নিজেদের স্পিড কমিয়ে নেয় যাতে করে তাঁরা নিয়নদের সামনে গিয়ে থামতে পারে।
*********
আমাদের সি চেঞ্জ হয় ডার্ক ফরেষ্টে,ডার্ক ফরেষ্ট এমন এক ফরেষ্ট যেখানে সব ধরনের ডার্ক ম্যাজিকের চর্চা করা হয়, আর এই ডার্ক ম্যাজিক থেকেই এই ফরেষ্টের নাম করন করা হয় ডার্ক ফরেষ্ট। এই ফরেষ্টে গাছ পালা এতোটাই ঘন যে এখানে সূর্যের আলো মাটি পর্যন্ত স্পর্শ করে না। এই দুনিয়ার সব চেয়ে শক্তিশালি বিস্ট গুলো এখানেই জন্ম গ্রহন করে থাকে।
অনেক গুলো কালো কাপড় পড়া লোক একটি গোলা আকৃতির সার্কেলের মাঝে দাঁড়িয়ে ছিলো একটি লোককে কেন্দ্র করে। লোকটির শরীর থেকে প্রচুর পরিমাণে ডিম্যানিক এনার্জি লিকেজ হচ্ছিলো যা খালি চোখেও দেখা যাচ্ছে। এনার্জি সাধারনত দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, এনার্জি তখন দেখা যায় যখন বিভিন্ন ধরনের স্পেল ব্যবহার করার হয়। হঠাৎ সার্কেলে থাকা লোক গুলোর শরীর থেকে দশটি শিকল বের হয় সার্কেলের মাঝখানে বসে থাকা ব্যাক্তির শরীরে প্রবেশ করে। বাকি দশ জন লোকের শরীর থেকে কালো পানির মতো কিছু একটা শিকলের মধ্য দিয়ে সার্কেলে বসে থাকা ব্যাক্তির শরীরে প্রবেশ করে আর লোক গুলো গায়েব হয় যা।
>- ড্রাগন কিং শেষ পর্যন্ত নিজের আত্ম প্রকাশ করেই দিলে কিন্তু তুমি হয়তো জানো না আমিও ফিরে এসেছি, তুমি যতোই তাঁকে বাঁচাতে চাও না কেনো সে আমার থেকে বাঁচতে পারবে না হাহাহাহাহাহাহাহা,,,,,,
লোকটি যেমন ভয়ংকর তেমনি তাঁর হাসিও ভয়ংকর, ডার্ক ফরেষ্ট কেঁপে উঠে তাঁর হাসির শব্দে, লোকটি সেখান থেকে চলে যায় আর রেখে যায় তাঁর বাম হাতে আটকে রাখা একটি কালো পালক,,,,,,
,,,,,,,,,,,
,,,,,
,,
To Be Continued