The Legend
লেখকঃ- Amran Hossain
পর্বঃ- ০৬
একাডেমির সব স্টুডেন্ট এরিনার থেকে আসতে শুরু করেছে,স্যার ডেবিট শাস্তির কথা বললেও এখানে এসে সবাই বুঝতে পারে স্যার ডেবিটের মনে অন্য কথা বলছিলো। এখানে আসার পরে সবাই বুঝতে পারে এখানে প্রথম বর্ষের শিক্ষার্থীে মাঝে একটি ফাইট আয়োজন করা হয়েছে যা পরিচালনা করছে ৪র্থ বর্ষের ক্লাস লিডার এথিনা। এখানে ৪টি শাখা রয়েছে প্রথম বর্ষে যা মূলত এলিমেন্ট হিসেবে আলাদা করা হয়। একপাশে রয়েছে ফায়ার এলিমেন্ট হোল্ডার,অন্যদিকে রয়েছে ওয়াটার এলিমেন্ট। এছাড়াও রয়েছে উইন্ড এবং থান্ডার। এখানে পাওয়ার লেভেল অনুযায়ী রেন্ডম ভাবে প্রতি পক্ষকে সিলেক্ট করা হবে, যার জন্য সঠিক বলা যায় না কে কার সাথে ফাইট করবে। এরিনায় মাঝখানে ফাইট করার জন্য একটি জায়গা তৈরি করা হলো, চারদিক থেকে চারটি খুটি গেঁথে দেওয়া হয়েছে। খুঁটি গুলোর চারপাশে একটি ম্যাজিক্যাল রশ্মি দ্বারা ঘিরে দেওয়া হইছে যাতে ফাইট চলা কালীন সময় কেউ সেখান থেকে বের হতে না পারে।
প্রথম দুইজনকে ডাকা হয়েছে এর মধ্যে একজন ছিলো ওয়াটার এলিমেন্টের এবং অন্যজন ছিলো থান্ডার এলিমেন্টের। ফায়ার আর ওয়াটার এলিমেন্ট যেমন একটি অন্যটির বিপক্ষে ঠিক তেমনই ওয়াটার এবং থান্ডার এলিমেন্ট একে অপরের বিপক্ষে। ওয়াটার এলিমেন্ট থান্ডার এলিমেন্টের চেয়ে অনেকটা দুর্বল। এখানে দুর্বল বলতে বুঝানো হইছে যখন কোনো ওয়াটার এলিমেন্ট হোল্ডার এট্যাক করার জন্য প্রস্তুত হয়ে তখন যদি কোনো থান্ডার এলিমেন্ট হোল্ডার। দুই জন স্টুডেন্ট দুই দিকে দাঁড়িয়ে রয়েছে, ফাইট করার জন্য যেই জায়গাটি তৈরি করা হয়েছে তা এরিনার অর্ধেকে জায়গা নিয়ে তৈরি করা হয়েছে।
>- আপনাদের সবাইকে এই মূহুর্তে এরিনায় আসার জন্য ধন্যবাদ, এই বছর আমাদের ১ম বর্ষে অনেক স্টুডেন্টই ভর্তি হয়েছে। তবে এই বছর থান্ডার আর ওয়াটার এলিমেন্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি। আমদের ৪র্থ বর্ষ কিছুদিনের মাঝেই শেষ হয়ে যাবে। আপনারা সবাই জানেন ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় দেওয়ার আগে এখানে অনেক বড় একটি টুনামেন্ট অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর তৃতীয় বর্ষের ছেলে মেয়েরা সেই টুনামেন্টে অংশগ্রহণ করতে পারতো শুধু কিন্তু এবার নিয়মটা বদলানো হয়েছে। এবার শুধু মাএ প্রথম বর্ষের শিক্ষার্থীরাই অংশ গ্রহন করতে পারবে এখানে। এই টুনামেন্টের জন্য আমাদের ৫০০ জন শক্তিশালী স্টুডেন্টের প্রয়োজন যা আমরা আজ এই ফাইটের মাঝে তাঁদের সিলেক্ট করবো। আমার পাশে রয়েছে আমাদের প্রিন্সিপাল অ্যামব্রোস এবং তাঁর পাশেই রয়েছে আমাদের সহকারী প্রিন্সিপাল এন্থনি।
এথিনা যে আজ এই অনুষ্টানের হোস্ট হিসেবে সবার সামনে কথা বলছিলো। অনেক গুলো ম্যাজিক স্টোন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরিনার চারপাশে। একটি ম্যাজিক স্টোন এথিনার হাতে ছিলো,এথিনার হাতে থাকা ম্যাজিক স্টোনটি এথিনার কথা গুলো অবর্জোব করে একটি শব্দের তরঙ্গ তৈরি করে যা অন্য স্টোন গুলো অবর্জোব করে তা শব্দে পরিণত করে চারদিকে ছড়িয়ে দেয়। মূলত এই স্টোন গুলো দুটি কাজ করে থাকে, একটি হলো শব্দের তরঙ্গ তৈরি করা এবং অন্যটি হলো প্রতিচ্চবি তৈরি করা। এরিনার মাঝে এই রকম অনেক গুলো দেওয়াল তৈরি করা হাজারো ম্যাজিক স্টোন দিয়ে যেই গুলোর মাঝে এরিনার ফাইট গুলো অনেক দূর থেকেও স্পষ্ট দেখা যায়। যাজ্ঞে আমরা গল্পে ফিরি। প্রিন্সেস এথিনা এই ফাইটিং অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলো, তিনি আবারো ম্যাজিক স্টোনের সাহায্যে কথা বলা শুরু করে,,
>- আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ফাস্ট রাউন্ডের। এই ফাইটিং এর একটাই নিয়ম যতোক্ষন পর্যন্ত কেউ নিজের থেকে হার না মেনে নিবে ঠিক ততক্ষণ পর্যন্ত ফাইট চলতেই থাকবে। দবে এখানে একটি শর্ত আছে,এই ফাইটের মাঝে কাউকে হত্যা করা যাবে না। আমাদের প্রথম রাউন্ডে প্রতিযোগী হিসেবে রয়েছে থান্ডার এলিমেন্ট হোল্ডার নিলয় এবং তাঁর বিপক্ষে ফাইট করবে ওয়াটার এলিমেন্ট হোল্ডার হৃদয়। তো আমাদের ফাইটিং শুরু করা যাক,,,,,
এথিনার কথা শেষ হওয়ার সাথে সাথে একটি বাঁশি বেজে উঠে যা মূলত স্যার ডেবিট বাজিয়েছেন। বাঁশির শব্দ শুনেই নিলয় এবং হৃদয় ফাইটিং এর দিকে মনোযোগ দিলো।
নিলয় অনেক ওয়াটার বল তৈরি করে হৃদয়ের দিকে ছুড়ে মারে, হৃদয় তারঁ স্পিড ব্যবহার করে এট্যাক গুলো থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। হৃদয় তাঁর প্রথম স্কিল ব্যবহার করলো থান্ডার স্টাইক। আশে পাশে মেঘ জমা হতে শুরু করে, হৃদয় তাঁর দুই হাত আকাশের দিকে তাঁক করলে তাঁর হাতে থান্ডার জমা হতে শুরু করে। নিলয়ও তাঁর একটি স্কিল ব্যবহার করেছে ব্লাস্ট মুভ। এই স্কিল ব্যবহার করলে হাতে নিজ নিজ এলিমেন্ট অনুযায়ী এনার্জি জমা হতে শুরু করে যা মুলত এনার্জি ব্লাস্ট নামে পরিচিত। নিলয় মাটি থেকে একটু উপরে উঠে তাঁর স্কিল ব্যবহার করেছে আর তাঁর হাত থেকে ছোট একটি নীল রংয়ের বল হৃদয়ের দিকে ছুঁড়ে মারে। হৃদয় এতোক্ষন যাবত চোখ বন্ধ করে থান্ডার স্টাইক দেওয়ার জন্য প্রস্তুত হচ্চিলো যার ফলে সে নিলয়ের এট্যাক দেখতে পারে নিই যার ফলে এট্যাকটি সরাসরি হৃদয় কাছে পরে আর সেখানে একটি ব্লাস্ট হয়ে যার ফলে ধুলোর সৃষ্টি হয় সেখানে। ধূলোর কারনে কিছুই দেখা যাচ্ছিলো না সেখানে কি হচ্ছিলো। সবাই ভেবেছে নিলয়ের এট্যাকে কিছুটা হলে হৃদয় আহত হবে কেননা এখানে ধুলোর সৃষ্টি হয়েচে। ধূলো কেটে যাওয়ার পরে সবাই দেখতে পেলো হৃদয় দাঁড়িয়ে আছে, তাঁর শরীরে একটি আচঁড়ও লাগে নিই। নিলয় একপাশে দাঁড়িয়ে আছে, হৃদয়ের সামনে একটি সোর্ড দেখা যাচ্ছে। মূলত নিলয়ের এট্যাক হৃদয়ের শরীরে লাগার পূর্বেই হৃদয়ের একটি স্কিল কাজ করতে শুরু করে। সোয়ার্ড ডিফেন্স এটা এমন একটা স্কিল যেটার নিজস্ব সেন্স রয়েছে। যদি কখনো ব্যবহার কারী বা ব্যবহার কারী যদি এই স্কিল অন্য কারোর উপর প্রয়োগ করে থাকে তাহলে তখন সেই ব্যাক্তি বা স্কিল ব্যবহার কারী কেউ এট্যাক করলে অটোমেটিকলি একটা সোর্ড ব্যবহার কারীর/সে ব্যাক্তি থেকে বেরিয়ে এসে তার সামনে ব্যারিয়ার হিসেবে কাজ করবে।
হৃদয় তাঁর প্রথম এট্যাক করে ফেলেছে,অনেক গুলো থান্ডার বল একসাথে নিলয়ের দিকে এগিয়ে যাচ্ছে যা দেখে নিলয়ও অনেক গুলো ওয়াটার বল ছুড়ে মারে থান্ডার বল গুলোর দিকে। নিলয় তাঁর চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করেছে যা দেখতে অনেকটা কাঁচের মতো। যেহেতু এই ব্যারিয়ার ওয়াটার এলিমেন্টের তৈরি তাই এটি একদম সচ্ছ ছিলো যেনো মনে হচ্ছে একটা টুকা দিলেই তা ভেঙে যাবে। থান্ডার বল আর ওয়াটার বল একটি অন্যটির সাথে ভারী খেয়ে অন্যদিকে ছিটকে পড়ে। নিলয় তাঁর সোর্ড বের করে একসাথে অনেক গুলো স্লাইস দেয় হৃদয় কে লক্ষ্য করে। হৃদয় সোর্ড ডিফেন্স স্কিলের কারনে স্লাইস গুলো তাঁকে স্পর্শ করার পূর্বেই ধংস হয়ে যায়। হৃদয় তাঁর স্পিড ব্যবহার করে নিলয়ের দিকে এগিয়ে যায় যা দেখে নিলয় ওয়ান ফিংগার স্কিল ব্যবহার করে হৃদয় কে লক্ষ্য করে, একটি হাতের প্রতিচ্ছবি তৈরি হয়ে যা হৃদয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো। হৃদয় তাঁর সোর্ড দিয়ে একটি স্লাইস দেয় এট্যাকটির উপরে যার ফলে এট্যাকটি দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যায়। থান্ডার পান্স, হৃদয় থান্ডার পান্স স্কিল ব্যবহার করেছে। বাতাসে অনেক গুলো পান্স মারতে শুরু করে হৃদয় আর তাঁর হাত থেকে অনেক গুলো প্রতিচ্চবি তৈরি হয় নিলয়ের দিকে যেতে শুরু করে যা গিয়ে নিলয়ের ব্যারিয়ারে আঘাত করে এবং ব্যারিয়ারটি ভেঙে যেতে শুরু করে। নিলয় ব্যারিয়ারে নিজের এনার্জি চ্যানেল করাতে ব্যাস্ত ছিলো ঠিক সেই হৃদয় তাঁর থান্ডার স্পিড ব্যবহার করে নিলয়ের ব্যারিয়ারে চলে আসে এবং নিলয়ের মুখে একটি পান্স মারে যার ফলে নিলয় ফাইটিং এরিনার থেকে ছিঁটকে পড়ে এবং বাহিরে বেরিয়ে যায়।
>- প্রথম রাউন্ডের বিজয়ী হলো হৃদয়। যদিও নিলয় এতোটা আঘাত প্রাপ্ত হয় নিই কিন্তু এরিনা থেকে ছিঁটকে বেরিয়ে যাওয়ার ফলে সে হেরে গিয়েছে। আমরা এবার প্রথম রাউন্ডের দ্বিতীয় ফাইটিং শুরু করতে যাচ্ছি। এবার ফাইটিং করবে দুইজন এবং তাঁরা দুইজনই ফায়ার এলিমেন্টের স্টুডেন্ট। তাঁদের নাম হলো জ্যাক এবং এলেক্স। স্বয়ং প্রিন্সিপাল তাঁদের ফাইটিং দেখতে চেয়েছে, এবারের ১ম বর্ষের সব চেয়ে শক্তিশালি স্টুডেন্ট এলেক্স এবং জ্যাক। তোমাদের দুইজনকে ফাইটিং এরিনায় আসার অনুরোধ রইলো,,,,,
( আগামী পর্বেই না হয় জানতে পারবেন কি রকম ফাইট হবে এলেক্স এবং জ্যাকের মাঝে। আর রাত দশটায় একটি চমক আছে আপনাদের জন্য )
,,,,,,,,,,,
,,,,,
,,
To Be Continued
শব্দ সংখ্যাঃ- ১১৩৫