#The_Power,,,S1
Series:-#The_Legend_Of_The_Dragin_King
লেখকঃ- Amran Hossain
পর্বঃ- ০৬
বৃদ্ধাটি কল্পনাও করে নিই দীপক এমন কিছু করবে তাঁর সাথে, এখনও তাঁর শরীর থেকে টপটপ করে রক্ত ঝরে পড়ছিলো যা তাঁর গায়ে থাকা সাদা জামাটিকেও লাল করে দিয়েছে,,,,
ঠিক আছে তোমাকে আমি এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে তোমার মতো ছেলেদের ঠিক করা হয়, এখন শুধু সময়ের অপেক্ষা,,,, ( বৃদ্ধা )
বৃদ্ধাটি দীপকের কাছে এসেই তাঁর উপরে প্রয়োগ করা স্পেলটি ক্যান্সেল করে দিলো যার ফলে দীপক অনেক স্পিডে নিচে পড়তে লাগলো, দীপক সেই সময় ঘুমন্ত ছিলো যার ফলে সে কিছুই বুঝতে পারছিলো না তাঁর সাথে কি হচ্ছিলো, যতক্ষনে সে বিষয়টা বুঝতে পারলো তখন অনেক দেরী হয়ে গিয়েছে, হয়তো আর কিছু সেকেন্ডের মাঝেই সে মাটি স্পর্শ করবে তাই সে চোখ বন্ধ করে নিলো কিন্তু যখন অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও তাঁর কিছু হলো না তখন সে চোখ মেলে তাঁকালো তবে সেটাই ছিলো তাঁর অবাক হওয়ার কারন, সে নিজেকে মাটির উপরে ভেসে থাকতে দেখলো জেনো মনে হচ্ছে সে কোনো স্পেসে আছে যার ফলে তাঁর উপরে মধ্যাকর্ষন বল কাজ করতেছে না,,
দীপক নিজের শরীরকে কন্টোলে আনার চেষ্টা করতে লাগলো,,,মহাশূন্যে ভাসমান অবস্থায় মানুষ যেই অনুভূতি অনুভব করে দীপকও এখন সেই রকম অনুভূতি পাচ্ছিলো, এমন মনে হচ্ছে যে বাতাস থাকে ভাসিয়ে রাখতে ছিলো মাটি থেকে,, ধীরে ধীরে উপরে উপরে উঠতে ছিলো যার কারনে তাঁকে অনেকটা সুপারম্যানের মতো লাগছে, তবে দীপকের তো আর সুপার ম্যানের মতো সুপার স্টেন্থ নেই যে সে এক পান্সেই শএুদের ধূলিসাৎ করে দিতে পারে,,
দীপক কিছুক্ষনের মাঝেই বৃদ্ধার সামনে চলে আসে যার ফলে বৃদ্ধটি অভাব হয়ে যায় কেননা দীপক কোনো এর্নাজী ব্যবহার করা ছাড়াই ভাসমান অবস্থায় ছিলো যা কোনো ভাবেই সম্ভব ছিলো না, তাছাড়াও যখন কোনো ব্যাক্তি তাঁর পাওয়ার ব্যবহার করা শুরু করে তখন সেই ব্যাক্তির শরীর থেকে কিছু পরিমানে এর্নাজী লিক হয় যার ফলে বুঝা যায় সেই ব্যাক্তি কি এর্নাজী ব্যবহার করতেছে কিন্তু এখানে দীপকের শরীর থেকে কোনো এর্নাজী লিক হচ্ছিলো না বা সেন্স করা যাচ্ছিলো না,, বৃদ্ধাটি বাতাসের গতিবেগ পর্যবেক্ষন করে ভাবলেন দ্বীপক হয়তো ওইন্ড এট্রিবিউট ব্যবহার করেছে যার ফলে সে বাতাসে ভেসে থাকতে পারতেছে,,,
ওইন্ড এট্রিবিউট এই দুনিয়ায় কারো কাছে থাকা মানে সে সোনার হরিন হাতে পাওয়া, এই এট্রিবিউট এতোটাই শক্তিশালী যে এটি একটি জায়গার সমস্ত বায়ু কে কন্টোল করে সেই জায়গা কে বায়ু শূর্ন করে দিতে পারে তাছাড়াও আরো অনেক পাওয়ার রয়েছে এই এট্রিবিউটের যা সম্পর্কে হয়তো এখানের কেউই জানে না, আর জানবেই বা কি করে এই এট্রিবিউট হলো রেয়ার যা সবার মধ্যে পাওয়া যায় না, যার ফলে এই এট্রিবিউট সম্পর্কে তেমন কিছু কেউ বলতে পারবে না,,
সবাই মনে করে থান্ডার এট্রিবিউট আর ফায়ার এট্রিবিউট এর পরেই এয়ার এট্রিবিউটের স্থান,, এটিকেও একটি শক্তিশালী মানা হয়,,,,
দ্বীপক এতক্ষনে জাগ্রত অবস্থায় থাকলেও সে এখন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তবে তাঁর পাওয়ার তখনও কাজ করছিলো যা তাঁকে বাতাসে ভাসিয়ে রাখতে সাহায্য করতেছিলো,,,
চারদিকে প্রচুর অন্ধকার যার ফলে আমি কিছুই দেখতে পারতেছি না, আমি হঠাৎ করেই এই জায়গায় চলে আসি যখন আমি চোখ বন্ধ করি,, আমি এখানে কোনো এর্নাজীও অনুভব করতে পারতেছি না যার ফলে আমি এখন ঠিক কোথায় আছি তা বলতে পারবো না,,,,
আপনাকে স্বাগতম মাষ্টার আমার এই ছোট্ট জগতে,,,,
একটি নারী কন্ঠের আওয়াজ আমার কানে আসার পরে এই জায়গাটি আলোকিত হওয়া শুরু করে, এতোক্ষন এটিকে কোনো অন্ধকারের কূপ মনে হচ্ছিলো কিন্তু এখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে আমি একটি রাজ প্রাসাদে আছি,, আমার সামনেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটির পড়নে সাদা একটি শাড়ি, মাথায় ছোট একটি মুকুট, হাতে সবুজ রংয়ের একটি ব্রেসলেট, গায়ের ধবধবে ফর্সা, চোখ দুটো ঘন কালো জেনো মনে হচ্ছে সাদা রংয়ের মাঝে কালো রং কে ইচ্ছে মতো দিয়ে দেওয়া হয়েছে,,, কে এই নারী?, কিভাবে এলাম এখানে আমি?,,যদিও আমার মনে অনেক প্রশ্ন জমা হচ্ছে তবুও এখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছি দেখি মেয়েটা কি বলে,,,
আমার এই ছোট্ট সম্রাজের রাণী আমি আর আপনি হলেন আমার রাজা,,, আপনার মনে এখন অনেক প্রশ্ন আসতে পারে কে আমি আর কেনোই বা আপনাকে এসব কথা বলতেছি,,,আমার নাম নীলা, বাবা মায়ের একমাএ সন্তান ছিলাম কিন্তু কালের পরিবর্তে আমি আজ এই জায়গায় বন্ধি হয়েছি,,,,
কে বন্ধি করেছে এখানে? আর এই জায়গাটি কোথায়? ,,( দ্বীপক )
এই জায়গা হলো তোমার ভিতরে দ্বীপক,আমাকে তোমার পার্টনার হিসাবে গ্রহন কর নাহলে এখান থেকে বের হতে পারবে না,,,,( নীলা )
কিভাবে গ্রহন করবো?,,, ( দ্বীপক )
এই কাগজে সাইন করো,,,,, ( নীলা )
নীলা দ্বীপকের দিকে একটি কাগজ এগিয়ে দিলো দীপক নীলার হাত থেকে কাগজটি নেওয়ার পরে তাঁর হাতে একটি কালো কলম চলে আসে যা দিয়ে সে কাগজটিতে সাইন করে, তবে সাইন করার পরে কাগজটি গায়েব হয়ে যায় সাথে মেয়েটিও, তবে মেয়েটি যাওয়ার পরে এই সম্রাজ্যও ধংস হতে শুরু করে তবে পুরোপুরি ধংস হওয়ার আগে দ্বীপকের জ্ঞান ফিরে আসে,,,
,,,,,,,,
( ভাই আমি জানি আজকের পর্বটা ছোট হয়েছে কেননা আমার মন ভালো নেই তার জন্য,, কালকেই পুরোপুরি ভাবে তাঁর সাথে সম্পর্ক শেষ হয়ে যায় বিনা কারনে তাই আমার মনের অবস্থা ভালো নেই, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ )
To Be Continued